Skip to content

বাংলা বলতে শরম – মোঃ রুহুল আমিন গাজী

ইংরেজি যে বলতে লিখতে
পাল্লে জ্ঞানী-জন,
অনেক জ্ঞানী ভাববে সবাই
শিখতে করে পণ।

কথায় কথায় তাই ইংরেজি
বলতে শুধু চায়,
মায়ের ভাষা বাংলা বলতে
ভীষণ লজ্জা পায়।

অফিস থেকে বাসায় সবাই
করছে চর্চা আজ,
কথা বলতে পারলে শুধুই
ভাবটা দেখায় রাজ।

ভিনদেশী ওই সকল ভাষা
সম্মান করি ভাই,
বাংলা ভাষা হোক আঞ্চলিক
তাতে সম্মান পাই।

ইংরেজি যে——শুধুই একটা
ভিনদেশী ওই ভাষ,
তবেই কেনো –বলতে শিখতে
করছে সবে চাষ।

বিশ্বের মাঝে দেখাও আজকে
আছে এমন জাত,
মায়ের ভাষার জন্য সইলো
কতো প্রাণের ঘাত।

ভিনদেশী ওই ভাষার জন্যেই
গর্বিত হয় যেই,
মায়ের ভাষার আদোউ সঠিক
সম্মান দেয়নি সেই।

মায়ের ভাষায় —বলবে কথা
বুক ফুলিয়ে তাই,
দেশ নেতাদের জাতিসংঘের
বক্তৃতায় যে পাই।

সব খানেতে মায়ের ভাষার
সম্মান খুঁজি আজ,
বাংলা ভাষা—মায়ের ভাষা
বলতে নেইতো লাজ।

গর্বের সাথে সব খানেই আজ
তবেই বলতে চাও,
বাংলা মায়ের বাংলার সন্তান
পাল্লে দেখায় দাও।

দিগ দিগন্তের সব দিগন্তেই
বাংলা ভাষা যাক,
বাংলা ভাষার সৌরভ ছড়ায়
জাতি সম্মান পাক।

মন্তব্য করুন