Skip to content

বাংলার বর্ষা

বাংলার বর্ষা
আল ফারুক আহম্মেদ

আকাশে কালো মেঘের আনা গোনা
আষাঢ়ে বাদল ধারা ঝরিছে সারা বেলা
এ যে বর্ষার আগমনী বার্তায়
প্রকৃতি তার রূপ বদলায়
চারপাশের নালা ডোবায়
ডাকছে যে ব্যাঙ গ্যাংগর গ্যাং,
কেয়া ফুটিছে গন্ধ ছড়িয়ে
রঙ ছড়াচ্ছে ঝিঙে কুমড়োফুলেরাও
কলমী লতা গুলো বেয়েছে খানিক বেশ
আষাঢ়ের হাওয়া লেগে দুলছে কদমফুল,
বিলের জলে ভাসে পদ্ম শালুক
শাপলা ফুটিছে রং বেরঙের
ঝিলেতে ভাসে হাঁস পাতিহাঁস
নদী খালে নাও বেয়ে চলে মাঝিমাল্লার
বর্ষার রূপে রেঙ্গেছে আমার দেশ।

মন্তব্য করুন