Skip to content

বাংলার দামাল ছেলে – বিকাশ চন্দ্র মণ্ডল

বাংলার দামাল ছেলে তোমরা – – –
নীর্ভিক অগ্নিশিশুর নামই ক্ষুদিরাম।
ভারতের স্বাধীনতা যুদ্ধের
সর্ব কনিষ্ঠ বাঙালি যোদ্ধা তুমিই তো।
১৮৮৯ সালের ৩ রা ডিসেম্বর
শুভ তিথিতে জন্ম যে তোমার,
পশ্চিম মেদিনীপুরের মৌবনী – হবিবপুরে
জন্ম দিবসে বারংবার প্রণতি তব চরণে।
পিতা ত্রৈলক্য নাথ – মাতা লক্ষী প্রিয়ার কোলে
কেন তুমি মৃত্যুরই জন্য ক্ষণিকের তরে জন্মালে ?
বড়দিদি অপরূপার স্নেহ উপেক্ষা করে প্রাণ দিলে।
গুরু দেব শ্রী অরবিন্দ কি মন্ত্র যে তোমাকে শেখালে
অনুশীলন সমিতির বিপ্লবী কর্মযোগ্যে দিলে যোগ।
১৯০৮ র ১১ই আগষ্ট জঘন্যতম দিনে, ইংরাজ তোমরা
১৮ বৎসরের ছেলের আলিপুর জেলে
কি করে ফাঁসি দিতে পারলে ?
পহলা মে ১৯০৮ বন্ধু প্রতীম প্রফুল্ল কেও হারিয়ে ছিলে
স্বাধীনতার জন্য জীবন বলিদানে শহিদ তোমরা
কি সুখ পেয়েছিলে ? মানুষের জন্য কি চেয়ে ছিলে ?
তোমাদের কি যথার্থ মূল্যায়ন করতে পেরেছে স্বাধীন ভারত।
– – – প্রনাম – – –

মন্তব্য করুন