Skip to content

বহুরূপী – সুতপা মণ্ডল

মুখেতে লাগিয়ে রং
শুরু হয় দিন,
নানান রকম পোশাকে
দেহ ঢাকি প্রতিদিন।
ভিন্ন ভিন্ন রূপে নিজেকে
সাজিয়ে আমি তুলি,
মানুষদের আনন্দ দিয়ে
ভরে আমার ঝুলি।
নিজের রূপ আড়াল করে
অন্যদের রূপে চলে,
বহুরূপী সেজে আমি
নিজের রূপকে ভুলি।

মন্তব্য করুন