Skip to content

বহুব্রীহি

এখনো সর্বস্ব আগলে বসে আছো ?

এখনো সর্বস্ব আগলে বসে আছো, বুক!
পুড়ে কি আগুন গোলাপ হয়েছে ?
তোমার চতুর্পাশে উত্তপ্ত অন্ধকার চাবুক,
অন্ধকার আরও অন্ধকার গিলেছে।

উঁইয়ের ঢিবির ওপর গড়েছে জতুগৃহ
ভেবেছো সন্তানের মাথার ওপরে চাল?
ভাবোনি ধসবে ঘর, ভাবোনি দাবদাহ,
উঁইপোকা ছিলো, আছে। ক্রমে হচ্ছে কাল !

আজ নয়তো কাল, অন্ধকার উঠবেই জেগে।
বসে আছো কুমিরের জন্যে কেটে খাল?
গাছের চূড়াকে নয়, গোড়াকেই ভাবো আগে,
একটু সাহসী হও, জ্বালো, বুকের মশাল।

শান্তি খুঁজো না বুক, শ্রান্তি জুড়িয়ো না হয়ে গৃহী –
অন্ধকার আরো বেশি অন্ধকার হয়ে এলে পরে,
দ্বন্দ্ব তৎপুরুষ অব্যয়ীভাব বোঝো, বোঝো না বহুব্রীহি !
ধসবে জতুগৃহ, পুড়বে চাল মাথার ওপরে।

মন্তব্য করুন