Skip to content

বহতা তটিনি – মোঃ রুহুল আমিন গাজী

মোর মননে স্মরণ বহতা তটিনি।
শৈশবের স্মৃতি পাই খুঁজে ফিরি আমি।
নির্দয় ভাবে ভুলিয়া গেছি তা ভাবিনি!
সেই কল কল ধ্বনি মোর কাছে দামী।

অতীত স্মৃতির ভিড়ে খুঁজে ফিরে পাই।
চোখের আড়াল থেকে বহু দূরে সরে।
ঘুমের আবেশ মেখে তব টানে যাই।
বিজন হৃদয় মাঝে আজো অশ্রু ঝরে।

যতনে গোপনে পুষি রেখে শুধু চলি।
মারুত শব্দের মত পথ ধরে আসো।
আপন হিয়ার তরে নিজে কথা বলি।
আবেশ ছড়িয়ে পড়ে তবু ভালোবাসো।

সোনার গড়ন রূপে তুমি মোর কাছে।
মাধুরী তটিনি বলো কেবা তবে আছে।

মন্তব্য করুন