Skip to content

বসন্ত, নাবিক ও কামনা

অনামিকা
আমার চিঠির প্রত্যুত্তর দাও
আমার চুম্বন আর আলিঙ্গন ফিরিয়ে দাও কড়ায় গন্ডায়
এই সমুদ্রচারী নাবিক চক্ষু
অশ্রু ঝরাতে ঝরাতে বিরান মরূ হয়েছে
আমার প্রশস্ত হৃদয় অশ্রুতে সিক্ত করো তুমি

জানি সবাই সবার জন্য নয়
জানি পৃথিবীর সব কিছু চলে যাবে সময়ের অতল গর্ভে
তুমিও ব্যতিক্রম নও, নই আমিও
আমাকে ফিরিয়ে দাও আমার সফেন ভালোবাসা
যতটুকু নিয়েছিলে পুর্নিমা রাতে, তার দ্বিগুন
আমার ওষ্ঠে ছড়াও মাদকতা, মস্তিষ্কে ক্যামেলিয়া ফোটাও
আমার চিবুকে বিছিয়ে দাও অনন্তকালের দুঃখ তোমার
আমার ফুসফুসে ছড়াও বসন্ত বাতাস প্রবল বেগে
ফিরিয়ে দাও আমার কষ্টসকল যা তুমি শুষে নিয়েছিলে
যতটুকু পাওনা আমার, আমাকে ফিরিয়ে দাও।

অনামিকা,
তোমার বাহু প্রশস্ত করো,
আমাকে তোমার পাঁজরের পরে একবার মরে যেতে দাও।

মন্তব্য করুন