Skip to content

বসন্তের রঙে – ভাস্কর পাল

বসন্তের রঙে

বসন্তের রঙ ঝড় তুলেছে
পরশ করিব তারে,
উন্মুক্ত আজ বসন্ত প্রেম
রঙ্গীত সেই ঋতু জুড়ে।

পাতা ঝরানোর দিনের সাথে
কোকিলের সেই কুহু কুহু তান,
বসন্ত আজ এসেছে দ্বোরে
রঙের ছোঁয়ায় জুড়ায় প্রাণ।

নানা সুরের ছন্দ জুড়ে
রঙিনতার প্রেমের ঘোরে,
এ বসন্তের আবির রঙে
সজ্জিত প্রেম হৃদয় জুড়ে।

হালকা সেই রঙিন ছোঁয়ায়
কৃষ্ণচূড়ার ফুলের মেলায়
বসন্ত আজ রঙে এনেছে
প্রেমের রঙে হৃদয় দোলায়।

মন্তব্য করুন