Skip to content

বর্ষার ঢল – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

বরষার ঢল
মোঃ ইব্রাহিম হোসেন

গগনে জমেছে মেঘ, ঠাঁই নাহিরে।
যাসনে কখনো তোরা, আর বাহিরে।
অঝোরে ঝরে বর্ষণ
কৃষকে করে কর্ষণ,
ছোট ছোট ছেলেমেয়ে ঘরে ওঠারে।
তারা যেন পায় ঠাঁই মণিকোঠারে।

ঝড়-বাদলের এই কঠিন ক্ষণে।
বাহিরে যাওয়া যে মানা কাহারো সনে।
চারিদিকে মেঘে ঢাকা
আকাশে যে নাই ফাঁকা,
ঘনঘন বারিধারা ঝরে ও বনে।
জলরাশি মেতে ওঠে মেঘেরো রণে।

নদীর দু-কূল ভরা বর্ষার জলে।
ঢেউ ওঠে ঢেউ খেলে ছলাৎ ছলে।
বরষার এই গুণ
তুফানের শোর শুন,
ভাঙা তরী ধেয়ে যায় বন্যার ঢলে।
কখনো কখনো মাঝি একেলা চলে।

(রচনা: ১৪ -১২-২০২২ ইং)

মন্তব্য করুন