Skip to content

বর্ণের বৈষম্য কেনো – মোঃ রুহুল আমিন গাজী

কামলা খেটে আমলা পোষে
দেশের প্রজা গণে,
আমলারা সব দেশের সেবক
ভাবতো যদি মনে।

দেশ সেবার ওই দায়িত্বে আজ
সমান চোখে রবে,
রঙ বর্ণের ওই বৈষম্যে ভেদে
শিকার কেনো তবে।

সবার সমান সম্মান লাভের
নথিভুক্ত… আছে,
দৃষ্টি গোচর কেনো আজকে
প্রশ্ন আমলার কাছে।

আপন কর্মের সম্মান উচ্চে
ফোটে সঠিক কর্মে,
নিজ কর্মের.. পীড়ন কেনো
হৃদয় বাজে মর্মে।

কামলার অর্থে ভোরণ পোষণ
কামলার ঘৃণা কেনো?
জ্ঞানের বড়াই ধ্বংসের কারণ
বিবেক বোধে জেনো।

জ্ঞানের চক্ষু প্রসার করলে
সম্মান তবে পাবে,
নিজের কর্মের দায়িত্বের ভার
নিয়ম মেনেই যাবে।

নিজ দায়িত্ব পালন করতে
সম্মান কেনো হানি?
আপন কর্মের মানটা অধিক
আমরা সবে জানি।

মন্তব্য করুন