Skip to content

বন্ধু মানে – পূর্ণেন্দু মহাপাত্র

বন্ধু মানে……….
বন্ধু মানে, এক রাশ হৃদয়ের অনুভূতি,
বন্ধু মানে, শীতের সকালে লাজুক রোদের মুচকি হাসি।
শিশুর হাতের নরম আদরের মতো
আশ মেটে না গায়ে মেখে।
দখিনা হাওয়ার তরতর বয়ে চলা
বসন্তের কচি পাতার কানে কানে কিছু বলা।
একসাথে মৃদু আর হো হো হাসি
হাত বাড়ালেই হাতে হাত আলোকবর্ষের অনুমতি
বন্ধু মানে এক রাশ হৃদয়ের অনুভূতি।।

বন্ধু মানে, কলিং বেলের আওয়াজে ছুটে যাওয়া
বন্ধু মানে, অনেক বিরক্তিকর একঘেয়েমির মাঝে, এক মুহূর্তের জীবনকে খুঁজে পাওয়া।
একটা দোভাজা সাত দশ ভাগে ভাগ,
অজস্র রাগ আর অভিমান জমা থাক
তবুও সহাস্যে বুকে টেনে নেওয়া।
জীবনে চলার পথে যত থাক রেষারেষি
রেগিং আর খুনসুটি শেষে এক অকৃত্রিম সংহতি
বন্ধু মানে, এক রাশ হৃদয়ের অনুভূতি।।

বন্ধু মানে, একখানি সিগারেটে একসাথে টান
বন্ধু মানে, মনের গভীরে ভালোবাসা অফুরান।
খেলার মাঠে প্রতিযোগিতার শেষ
টাগ অফ ওয়ার ভুলে একসাথে হাতে হাত,
প্রেমের দৌড়ে পরাজিত আমি জানি
তবু প্রতিপক্ষকে বক্ষে আলিঙ্গন।
নদী ভাঙ্গনের শেষে নব নব তটের অনুমতি
বন্ধু মানে, একরাশ হৃদয়ের অনুভূতি।।

মন্তব্য করুন