Skip to content

বন্ধুর পথে – রবীন্দ্রনাথ দাস।

পৌষালী রোদ আদর করে
কষ্টে ভরা মনের মাঝে,
জীবনের এই বন্ধুর পথে,
এইটুকু যে অনেক সাজে।

কুহেলিকার পথের বাঁকে
এসে দাঁড়ায় স্নিগ্ধ রূপে,
আদর ভরা স্নেহ দিয়ে
ভুলিয়ে দেয় নিজের ধুপে।

জীবনের এই চাওয়া পাওয়া
মায়ার ঘোরে ঘুরতে থাকি,
স্নেহের আঁচল সামনে পেলে
হৃদয় আমার তাতেই ঢাকি।

ঘাত প্রতিঘাত চড়াই-উতরাই
তরঙ্গ যে উঠে নামে,
তারই সাথে সঙ্গ জুড়ে
পথ চলেছি লক্ষ্য ধামে।

পারের তরী দেখলে ঘাটে
উদাস মনে শান্তি আনে,
জীবন নদী যাই যে বেয়ে
কৃপায় ভরা বৈঠার টানে।

মন্তব্য করুন