Skip to content

বন্ধুত্বের ছোট্ট চড়াই~ তমাল দাশ

গল্পে যখন নিম্মচাপের পাল্লা ভারী,
মনখারাপের দু এক পশলা চোখের কোলে…..
হঠাৎ দেখি তোমার ঠোঁটে রোদের বাড়ি
আমার জন্য দুহাট করে দরজা খোলে !

গল্পে যখন বিসর্জনের সুর জোরালো,
প্রবল ঝড়ে ঘর ভেঙে যায় অতর্কিতে…
নিবিড় ভাবে আমায় তখন বাসলে ভালো
পলাশ ফোটে হাড় কাঁপানো দারুণ শীতে !

গল্পে যখন ভীড় করেছে মিথ্যে গুজব,
কুৎসা হাজার ছড়িয়ে পড়ে লোকের মুখে
আদর করে ভুলিয়ে দিয়ে সব কলরব,
আমায় দিলে পুনর্বাসন নিজের বুকে….

গল্পে যখন অন্ধকারের রাজত্বকাল,
হাতড়ে বেড়াই একটু খুশির আলোকরেখা
পরশ করে মনগহীনে জ্বালাও মশাল
তোমার কাছেই নতুন করে বাঁচতে শেখা…

গল্প যখন দাঁড়ায় এসে খাদের ধারে,
মনকেমনের একচ্ছত্র শাসন জারি…
সোহাগ তোমার শক্তি জোগায় জীর্ণ হাড়ে
স্বপ্ন দেখায় নতুন করে রংবাহারি !

গল্প আমার খুব ঘরোয়া বাঁচার লড়াই,
হিসেব করে দিন প্রতিদিন রাস্তা হাঁটি
তোমার আমার বন্ধুত্বের ছোট্ট চড়াই,
দিনের শেষে বিছিয়ে রাখে শীতলপাটি….

মন্তব্য করুন