Skip to content

বদ্ধ কবিতা

বদ্ধ কবিতা
মো:মুহতাসিম ফুয়াদ রাহাত

আমি মানি না কোন কাব্য শৃঙ্খল,
দেখি দেয় কে আমারে জড়া।
কবিতার মতো কবিতা লিখবো,
মানবো না কোন সরা।

কবিতা মানেই বদ্ধ মনের,
মুক্ত সুখের গান।
কবিতা মানেই কষ্ট ভুলে,
প্রাণের আহবান।

কবিতা মানেই সুখের ধারা,
এতে দিয়ো না নিয়ম জড়া।
নয়তো বদ্ধ বদ্ধই রবে,
প্রাণ রয়ে যাবে মরা।

কবিতা হবে গানের মাধুরী,মনের কথা কবে, কবিতা হবে বিশ্ব ভাধুরী,যাতে প্রাণ উজারিবে।

শৃঙখল ঘেরা কবিতা কখনো কয় না মনের কথা, শব্দগুলো প্রাণের মাঝেই ধুকে মরে পায় ব্যথ্যা।

যদি রয়ে যায় এ শৃঙ্খল,
রয়ে যায় এ বাধা।
তবে বদ্ধ কবিতা কেমনে গাইবে,
মুক্তির প্রেম গাঁথা।

তবে কেমনে হইবে কবিতা জন্মের স্বার্থক সে কথা,
বদ্ধকে তাই মুক্ত করো,মুক্তিবে মন ব্যথ্যা।

মন্তব্য করুন