Skip to content

বড়দিন – প্রশান্ত শঙ্কর prasanta sankar

আমাদের মাটির দেওয়ালে, একটি ঘড়ি  ছিল ,
তার নিচে মা দুগ্গার মাটির মুখ ,
তারও  নিচে আড়াআড়ি কাঠে আটকে
অর্ধ নগ্ন রক্তাত্ব মাটির শরীর ।
একে একে পেরেকে আঁটকে সবাই ..।

ডানে বামে পেন্ডুলাম দুলতো সারাবেলা ,
সন্ধ্যেবেলা ডানে বামে ঠাম্মাবুড়ির হাত দুলতো ,
ধোঁয়া দুলতো , ধোঁয়া ছুঁয়ে দিতো
মা দুগ্গার মাটির মুখ…….
“রুপং দেহি জয়ং দেহি…..দ্বিষোজহি ”
হাত দুলতো ,ধোঁয়া দুলতো, ধোঁয়া ভেসে যেত ,
নগ্ন শরীর ধুয়ে ,রক্ত ছুঁয়ে…..

ধূপের ধোঁয়া ধর্ম চেনে না বোধহয় ।

মন্তব্য করুন