Skip to content

বঙ্গের অমাবস্যা – রমেন মজুমদার

বঙ্গের অমাবস্যা
—-
কলমে-রমেন মজুমদার
তারিখ:- ২৫/০৬/২৩
———-
বঙ্গেতে অমাবস্যা সকরুণ যামিনী,
ছায়াতলে। সপি প্রাণ,(শতফুল-দলে-
মোহ-প্রেম;যামিনীর কোল পূর্ণকরে
একা একা;বিরহে, নিশীথ স্বপ্ন সনে।
কে করিছে খেলা ? পন্নগ -গজেস ধীরে
কমলের ঝারে) একদা গ্রাসিল তারে …
এই কী জীবন! চারিধারে অলিপুঞ্জ
গুনগুন সুরে; বিচিত্র, কল্পিত নীড়ে।

হায়রে অবোধ প্রাণ ! জন্ম-মৃত্যু খেলা;
খেলিছে ইচ্ছামত;ইন্দ্রপুরী, অবেলা…
ব্যথিত স্বজনে কাঁদে!কোন স্বার্থ তরে?
ধনমদে মত্ত সবে,ত্যাগ ত্যাজ্য করে।

দৈবাৎ বিপদে কভু মনুষ্য জীবনে-
যদি পরে, বঙ্গেতে ক’জন আছে সনে?
কেউ ভজে আরাধ্যদেব-বাগ্‌‍দেবীরে
স্বার্থসুখ লুটে কেহ সত্ত্বা বিক্রি করে।

মনুমধ্যেকালসর্প ছলনে-বলনে ;
দংশেন বক্ষেতে শেষে গজেস গহনে!
প্রতিক্ষণ প্রতিপলে রক্তখেকো স্বার্থ
হেন প্রাণ জীবদ্দশায় ঘটায় অনর্থ।।
****

মন্তব্য করুন