Skip to content

বঙ্গলিপি– বাণীব্রত গোস্বামী

বঙ্গলিপি
বাণীব্রত গোস্বামী

সমেয়র ইদারায় জল এখন তলানিতে
কপিকলে দড়ি প্রায় শেষ…
জীবনের হাতে বরণডালা, মুখে চন্দন
আর আদরের সন্দেশ।
শ্রাবণে প্রেম খোঁজে, আশ্বিনে শরীর,
কার্তিকে চায় নবান্ন,
বারেবারে ভুলে যায়, রোদ্দুর গুটিয়ে গিয়ে আসছে অপরাহ্ন।
তেলচিটে দুপুরের ক্লান্তি, ঘুনপোকাদের মিছিল, আর গিরগিটি জীবন,
তবু তুমি পাশে ছিলে, শাঁখা-পলা, জোড়া শালিকের ঝগড়ার মতন।
সুগন্ধী ডায়রিতে সব লেখা আছে, গোপন প্রেম আর কত অন্যায়,
শুধু হারিয়ে গেছে শেষ পাতার সব কাটাকুটি, সাদাকালো সেই অধ্যায়।

মন্তব্য করুন