Skip to content

ফেরিওয়ালা – মোঃ রুহুল আমিন

মানব তুমি কিসের বড়াই
করছো এসে ভবে,
ফেরিওয়ালা জীবন তোমার
ভাবছো কিছু তবে।

এঘাট ওঘাট ফেরি করছো
নিবে পারের কড়ি,
সঠিক ভাবে করলে সদাই
নেকীর পাল্লা ভরি।

ফেরির জীবন নিয়ে আজকে
সদায় করতে থাকো,
হিসাব নিকাশ করবে তিনি
বিশ্বাস হৃদে রাখো।

পারের কড়ি কিনতে সবাই
যেন ফেরির বেশে,
পাল্লায় ভারি করতে পারলে
উঠবে সেদিন হেসে।

ছুটবে যতো সবার আগেই
তবে ভরবে থলি,
কার পাওয়াটা অধিক পাওয়া
কারেই মোরা বলি

কিনবে যখন পারের কড়ি
শেষ অবধি দিয়ে,
ক্যামনে থমকে যাচ্ছো আজি
ফেরির জীবন নিয়ে।

যায়না ভাবা খরিদ ওজন
কি,যে করবে বলো,
ফেরিওয়ালা জীবন যাপন
মাথায় রেখে চলো।

মন্তব্য করুন