Skip to content

ফুস মন্তর

রং তুলিতে আঁকার খাতায়
স্বপ্ন ফোটে চোখের পাতায় ।
ও খুকু তুমি আঁকছ কী ?
আকাশ ,নদী , গাছের পাতা , রঙিন পাখি !
উড়ে যাচ্ছে মেঘের ভেলা
উড়ছে রঙিন ঘুড়ি মেয়েবেলা ।
ছোট্ট মেয়ে উঠলো হেসে খিলখিলিয়ে
ব‌ইলো বাতাস শনশনিয়ে।
উল্টে গেল খাতার পাতা , মেঘগুলো গেল উড়ে
তার‌ই কয়েকটি মেয়ে রাখল জোর করে ধরে ।
আমি বললাম করছো কী …. উড়তে দাও
কোথায় ভাসাবে কাগজের নাও ?
ছোট্ট মেয়ে বলল — ” এ বাবা তুমি কি বোকা !
কেন ধরছি ওদের এটুকু বুঝলে না ! ”
ওদের যদি না রাখি ধরে ……..
চাষী ভাই চাষ করবে কেমন করে ? ”
বলতে বলতে মেঘগুলোকে রাখলে বেঁধে
খাতার পাতায় মনের সাধে ।
বিস্ময়ে তখন আমার দুই চক্ষু স্থির
বাহ্ রে মেয়ে তোর কাছে আমার ভাবনা স্থবির !
তারপর দেখি মেয়ে উল্টে খাতা
বের করলো একটা গাছের পাতা ।
ফুস মন্তর গিলি গিলি ছু
দুহাতে উপুড় করে দিলো সজোরে ফুঁ ।
ওরে বাবা মেঘগুলো সব আকাশে গিয়ে
চারদিক ঝাপসা করে নামালো বৃষ্টি ঝমঝমিয়ে ।।

মন্তব্য করুন