Skip to content

ফুরিয়ে গিয়েছে- রোদ্দুর অরিত্র

ফুরিয়ে গিয়েছে
গল্প লেখবার প্রয়োজন ,
হারিয়ে গিয়েছে কলম
ভেঙ্গে গেছে মন ।
তারপরও রাত জেগে
তারাদের দেখি ,
অমাবস্যার ভিড়ে
তারাও দিয়েছে ফাঁকি ।
একখানা রংমশাল
জ্বেলে দিতে পারো কি কেউ ?
তোমাদের মতো মানুষ করো
এই আমাকেও ।
যদি বলো পাবে কোথায় ,
ছন্নছাড়া এ আমায় ?
আমি বলি পাবে খুঁজে
কোন এক গোধুলীতে
চেরাগির মোড়ে ,
পাবে আমায় অস্তিত্বহীন
ঘোরে ,
রং চা আর গিটারের ভিড়ে ।
খুঁজে যদি পাও
আধচেনা আমায় ,
চিনে নিও খাতার ছড়ানো পাতায় ।
শোনাব আমি তোমায় ,
ল্যাম্পপোস্টের তলে বসে
গল্প আমার ।
তুমি যদি পারো জুড়ে দিও
পাজেলের মতো ভাঙ্গা মন ।
খুঁজে দিও কলম , হয়ে যেও
ফুরোনো গল্পের কারন ।

মন্তব্য করুন