Skip to content

ফিল্মি কবিতা

আলেয়া দিয়ে বাধা শহুরে গাছ

দালানে সারি সারি আতশ কাঁচ,

গোলাপ পাতা দিয়ে পথিক দল

কপালে মুছে নিলো চাঁদের জল,

নিটোল রাজপথে ঘোলাটে ভিড়…

বিক্রি কমে গেলো প্রজাপতির ,

ঠান্ডা ঝলমলে বালিশ দাও

ঘুমাতে ভালবাসে জোনাকিরাও ,

দুধারে পরিপাটি সোনা বাজার

চিনতে শিখেগেছি অপেক্ষার ,

পাঁজরে মিনে করা জন্মনাম

ওপাশ ফিরে ছুলো দুরের গ্রাম,

মন্তব্য করুন