Skip to content

ফিরে দ্যাখা

চোখ ধাঁধানো অনেক কিছু
নয়তো চোখে পরে,
নয়তো শীতে খেজুর গাছে
রসের হাঁড়ি ভরে।
হারিয়ে গেলো হাজো রসে
ভোরের নাস্তা খাওয়া,
হয়না এখন চুলার পাশে
সেসব খেতে যাওয়া।

কাস্তে ,কুড়াল, নাঙল, জোয়াল
হারিয়ে গেল কত!
পালকি চড়ে আসবে যে কেউ!
থাকে না আর পথো।
হারিয়ে গেলে খেলার মাঠে
কত রকম খেলা,
সেসব এখন মুখে মুখে
শোনায় গল্পের বেলা।

মন্তব্য করুন