Skip to content

ফাগুন পুড়ে আগুনে – রমেন মজুমদার

ফাগুন পুড়ে আগুনে
[ যেজন প্রেমের ভাব জানেনা-১০৮ ]
— কবি রমেন মজুমদার,26/08/23
—–
ফাগুন পুড়ে আগুনে মন,
প্রেম পুড়ে তার নিজগুণে;
দগ্ধদাহ জীবন খানি
ছুটছে সে তার,– কার সন্ধানে।।

রঙ্গিন জীবন যাপন কল্পে,
পুড়বে কিছু অল্প-স্বল্পে;
ছাই হয়ে সে উড়বে গগন ছুঁয়ে;-
যৌবনাগুন দগ্ধপ্রাণে একটু হলেও বিকল্পে।।

ফাগুন পুড়ে আগুনে মন,
কার তরে সে ছুটবে গভীর নন্দনে;
মোহের টানে, প্রেমের বাণে,
তিক্তজ্বালা! রজঃস্বলা!!
প্রাপ্তি খানিক যৌবনে।।

একজীবন যায় অন্যখানে,অন্যবনে-
আষ্টেপৃষ্ঠে বাঁধতে তারে…
মোহের কি টান! এক জীবনখান;
ফুলের মধু,নিতে সে ঘ্রাণ
মরণ পথে চালিয়ে শান।।

লাজুক চোখের ভাষার টানে
প্রেমিক বোঝে, প্রেম সম্পাদনে…
ফাগুন পোড়া আগুন বনে…
পুড়তে থাকে মন নন্দনে
চিরন্তনের চিত্ত-চিতায় একলা মনে।।

চাও কি আগুন,– গোপন ফাগুন ?
গোপন মনের অন্তরণ;সঞ্চরণে -,
পবিত্র হও দগ্ধ মনে,একলা সনে…
আগুন জ্বলা,নিশির প্রাণে,ওষ্ঠের বাণে।।

জ্বালাও আগুন! পোড়াও ফাগুন!!
পোড়াও তোমার হৃদকাহনের অচিন্ত মন !

ফাগুন পোড়া আগুনে সুখ!
খাঁটি সোনায় পূর্ণিত হোক
দগ্ধকলায় চিত্র আঁকুক অগ্নিবনে,
স্বপ্নডাঙ্গায় এক পৃথিবীর বুকটি চিঁড়ে
মোহের মেহেকে চিত্ত পুড়ুক সম্পাদনে।।
সমাপ্ত—–

মন্তব্য করুন