Skip to content

“ফন্দি ফিকির”- মোঃ সাজ্জাদুল ইসলাম শাকিল

সত্য কভু রয় না চাপা
ঢাকার চেষ্টায় কত্ত সাজ,
মিথ্যা ফুঁড়ে বের হয়ে যায়
বিজয় শীরে নিয়ে তাজ।

বিবেক বুদ্ধি বিকিয়ে দেয়
অর্থা লোভে পড়ে মন,
সত্য প্রমাণ লোপাট করতে
সুযোগ সন্ধান করে ক্ষণ।

মাটির মানুষ মত বদলাতে
গিরগিটির ঐ স্বভাব নেয়,
ভুলটা করে দায় চাপানোর
মন্দ বুদ্ধি শয়তান দেয়।

নিজের স্বার্থে পর ফাঁসাতে
বিশ্বাসের ঘর মারে কোপ,
দিব্য চক্ষু খুলে গেলে
হাঁই হুঁতাশে করে তোপ।

উদাস পন্থী মানুষ যারা
ভুলের মধ্যেই পড়ে রয়,
মহৎপ্রাণের মানুষ সবে
সত্য ন্যায়ের কথা কয়।

লেখার তারিখ:- ৩০/১১/২০২৩ খ্রিস্টাব্দ

মন্তব্য করুন