Skip to content

ফন্দিবাজ মাছরাঙা – মোঃ রুহুল আমিন

মাছরাঙাটার রঙিন পালক
দেখে জুড়ায় আঁখি
বর্ণালী ওই রূপের গড়ন
সেরা রূপের পাখি।

রঙিন রঙের লাল সবুজে
দেখতে লাগে ভালো,
রূপের শোভায় ঝিলিক ফোঁটে
ঠোঁটের আগায় কালো।

মাছরাঙা যে মাছটা ধরতে
কতো ফন্দি আঁকে,
গাছের ডালে পুকুর পাড়ে
প্রখর দৃষ্টি রাখে।

ভাসলে মাছটা গুপুস করে
মাছটা ধরে আনে।
নিখুঁত ভাবে শিকার করতে
মাছরাঙা যে জানে।

পুকুর পাড়ে মাটির গর্তে
বাসা বেঁধে থাকে,
আহার ঠোঁটে বাচ্চাগণের
খাবার আশে ডাকে।

মন্তব্য করুন