Skip to content

পয়লা বৈশাখ—অরিজীৎ শূর

নতুন জামা নতুন দিনে
বাবা একটা দিয়েছে কিনে

সেইটা পরেই আজ সারাদিন
বাজিয়ে যাবো বৈশাখি বিন

সেই সুরেতেই নাচঁতে হবে
রাম রহিম আর বন্ধু সবে

ভালো ভালো খাবার খেয়ে
আজ সারাদিন নেঁচে গেয়ে

কাটিয়ে দেব আনন্দেতে
হালখাতা আর দিনলিপিতে

নদীর মত হল্লা করে
আল্হাদে আর না যেন ধরে—

বকবে না কেউ পড়তে বলে
মারামারি দূর যাবেই চলে

তাইতো বলি মিষ্টি খেয়ে
নতুন কিছু সৃষ্টি দিয়ে
আনন্দে আর হুল্লোড়েতে
আচ্ছা করে মাতি

নতুন বছর নতুন দিনে
হোকনা চড়ুইভাতি

মন্তব্য করুন