Skip to content

প্রেম নয় মোহ – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

প্রেম নয় মোহ্
মোঃ ইব্রাহিম হোসেন

ভালোবাসা যদি হয়
স্বর্গেরই প্রেম,
কেমনে তা মোহ হয় ?
জব দেন মেম।

কি করে যে বুঝাবো তা ?
লোভ, মোহ নয়,
পৃথিবীটা হয়ে থাকে
প্রেম তরে জয়।

প্রেম আছে তাই ভবে
দূর হয় জ্বালা,
স্বামী আর বধূ মিলে
মিলনের মালা।

লোভে মোহে মত্ত যারা
শয়তান ভাই,
এর থেকে সাবধানে
বাঁচো ভবে তাই।

মন চিনে মন জেনে
মন দিতে হয়,
থাকবে না তবে কভু
হারানোর ভয়।

তব তরে কারো যদি
আঁখি জল ঝরে,
মনে রেখো সেই প্রিয়
হৃদ মাঝে ঘরে।

স্বর্গেরই এই প্রেম
বিধাতার দান,
বাহুডোরে ধরে রেখে
দিয়ে যাও মান।

কলুষিত যদি করো
বেইমান হবে,
যুগেযুগে চিরদিন
অভিশাপে রবে।

মন্তব্য করুন