Skip to content

#প্রেম কখনও কখনও বিদ্রোহী হয়# মোঃ হাবিবুল ইসলাম

প্রিয়া, শত ক্রশ পথ করিয়া ভ্রমণ শেষে –
পথিক, হারায় পথ তোমার বাহুডোরে এসে।
তোমার দৃষ্টির সীমানা, যেন দূর্গের প্রাচীর,
পেরুতে পারেনা কেউ, হেরে যায় অবশেষে ।

এই পরাজয় – ভালোবাসে, হাসি মুখে,
ডুবে যাই তান্ত্রিক জ্বরের বিষ ধোয়ায়।
যখন প্রণয় হয় চোখের নিখুঁত ইন্ধনে,
জীবন ভরে যায় সংগীত ও নৃত্যের মূর্ছনায়।

তোমার ললাটে আমার ভাগ্য লেখা দেখে,
ভুলে যাই ভেদাভেদ, হয়ে যাই বেসামাল।
আমি হেরে যাই, তবেই প্রেম জিতে যায়,
সুচনা হয় একটি নতুন শুভ সকাল।

প্রেম অমৃত শুধা, আমকে পুরুষ করে,
তোমাকে করে আরও আরও জ্যোতির্ময়।
প্রেম মানে না কোন বাধা, এ পথ গৌরবের,
তাই প্রেম কখনও কখনও বিদ্রোহী হয়।

মন্তব্য করুন