Skip to content

প্রেমের শ্রাদ্ধ – ভ্রান্ত বিলাস

তোর প্রেমের শ্রাদ্ধ করি,
কে চায় তোর ভালোবাসা?

তুই শুধু —
কোন একদিন আমার তরে কাজল পরিস,
আমি না হয় যত্ন করে লেপ্টে দেব।
তুই শুধু —
কোন একদিন কপাল জুড়ে টিপ গাঁথিস,
আমি না হয় তুলে নিয়ে পরিয়ে দেব
–এই বাহানায় তোকে ছুঁব।

তুই না হয়–
এক প্রভাতে অধর ওষ্ঠ হালকা রঙে রাঙিয়ে নিস,
সেই প্রভাতে শিশির ধোয়া রাঙা হাসি –
ফুল জগতে ঈর্ষা দেবে।
তুই না হয়–
বৃষ্টি ভেজা এক দুপুরে নীল শাড়িতে মুড়িয়ে নিবি
তোর আকাশে ঐ দুপুরে হারিয়ে যাব।
তুই না হয়–
জীবন থেকে একটা বিকেল আমায় দিলি,
রং চা এ বিকেল টাকে রাঙিয়ে নেব।

তোর প্রেমের শ্রাদ্ধ করি,
প্রেম ধুয়ে কি পানি খাব?
তুই শুধু —————,
তুই না হয় —————।

মন্তব্য করুন