Skip to content

প্রেমের কবর – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

প্রেমের কবর
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৯-০৪-২০২৪  ইং

তোমার ভাবনা মনে হয় না আহার,
এই বুক চিরে দেখো ব্যথার পাহাড়।
ভালোবেসে করেছি যে মহা ভুল তাই,
দুশমন এ সমাজে অপবাদ পাই।

ভালোবাসা ভুল নয়, নয় কোনো দোষ,
তবুও আমার প্রতি সকলের রোষ।
প্রেম ছাড়া কভু হয় বলো এ জগৎ,
তবে কেন আজ এই দোষে বলবৎ ?

ইউসুফ প্রেমে ছিলো জুলেখার মন,
শেষমেশ হয়েছিলো দু’জনে মিলন।
তাঁদের মতোই ছিলো খাঁটি প্রেম এই,
তবে আজ একা আমি কেন তুমি নেই?

প্রেমেতে তোমার আমি ছিলাম নাগর,
আঘাতের তির বুকে বহিছে সাগর।
নাও আছে নাই দাঁড় নাই নায়ে হাল,
দিক’হীন এ জীবন এমনি কপাল।

ব্যথার সাগরে ডুব অতলের জল,
প্রাণহীন এই দেহে নাই কোনো বল।
কোনদিকে যাই আমি না আছে খবর,
এ বুকের মাঝখানে প্রেমের কবর।

মন্তব্য করুন