Skip to content

প্রেমিক হবো কখনো – ভাস্কর পাল

প্রেমিক হবো কখনো

গ্রীষ্মের শেষ উষ্ণতা কাটার পরে যখন
বর্ষার আগমন ঘটবে
এক বৃষ্টি ভেজা মাটির গন্ধে
প্রেমিক হবো তখন আবারও,
সেই ভেজা মাটির প্রথম সোদা গন্ধ
আমার ঘ্রানেন্দিয়ে আঘাত আনিবে
আর শীতল বাতাস আসিয়া আমার হৃদয়ে আনিবে
মুক্ত ছন্দের পদ্য মাধুরীর সুর।
সেদিন প্রেমিক হবো আবারও
সেই প্রেমের রুদ্ধ স্বাসে রাখবো তোমারে-
সেদিন তুমি বাহানা খুঁজো না হয়
আবার ছেড়ে যাওয়ার,
যেভাবে গেছিলো সে বসন্তের শুরুর শেষ বৈকালে
কৃষ্ণচূড়ার তলে বিরহের সুর আনিয়া।
তারপরেও কেটে গেছে কয়েকটা বসন্ত
প্রেমিক হওয়া হয়ে ওঠেনি আর।
কিন্তু আমি হঠাৎ করে আবারও প্রমিক হবো
নতুন কেশে পুরনো গন্ধ খুঁজে নিয়ে
বন্য ফুলে আবারও সাজাবো।
আষাঢ় কাটিয়া যাবে তোমার আসার অপেক্ষাতে
যে আশা নিয়ে আবারও প্রেমিক হবো,,
মনের ভেতরটা যেভাবে ছন্নছাড়া করে তুলতাম
সে ভাবেই না হয় ছেড়া খাতায় ছন্দ বাঁধিবো।
হাজারটা মানবের মাঝে
সেই মানবীকে খুঁজে নেওয়ার চেষ্টা নাই বা করবো
এবার না হয় প্রেমিক হয়েই ধরা দেবো…
কিছু কুহেলিকায় নিজেকে আপছা রাখিয়া
দিবা ধোঁয়াশার প্রলেপ টানিবো।।
উষ্ণতা কাটিয়া বর্ষণ নামিবে যখনই
তখন না হয় সেই বর্ষণে হৃদয় ভিজবো।
অনেক গুলো প্রেমে অনেক গুলো মানুষে,
প্রেম বেঁধেছি কভু
প্রেমিক হতে পারিনি তবু।।
উজাড় করে নাই বা দিলাম তার হৃদয়ে
গোপন থাকিয়াই না হয় প্রেমিক হয় উঠবো এবারে,,
মেঘেদের মাঝে ঘর সাজানোর গল্পঃ ভাসিয়ে
এবার নাহয় বাস্তবিক বাড়ি বানাবো খড়কুঠোতে।।
উন্মাদনার ক্ষতের চিহ্ন না বা হলাম
মলম হয়ে চিহ্ন মিটাইবো না হয়
হৃদয়ের যে চোরাকুঠুরি হয়েছে ক্ষয়
সময়ের সাথে সবই সয়।।
কেবল রয়ে যায় প্রেমিকের সেই প্রেমিক হওয়ার প্রবনতা
যা হয়েও হয়ে উঠতে পারিনি প্রমিকার কাছে,,
এবার না হয় প্রেমিক হবো বাস্তবতার কাছে
আবারও প্রেম বাঁধবো, অনুভূতি নয় দ্বন্দ্বের সাথে।।

মন্তব্য করুন