Skip to content

প্রিয়জনকে ভুল না – রাজা চক্রবর্তী

ছুটছে পৃথিবী ছুটছে মানুষজন,
নেশার ঘোরে ছুটছে।
কোন নেশাতে ডুবছে সবাই,
জ্যান্ত লাশ মরছে।

নেশা কি কেবলই বাঁচার নেশা,
বাঁচার তাগিদে ডুবছে।
কোনাটা বাঁচা আর কোনটা মরা,
জীবন গতিতে ঘুরছে।

চাওয়া পাওয়ার সঠিক কেমিস্ট্রি
বোঝে না বাঁচার মানে।
একটাই জীবন তবু ছুটছে সকলে,
গন্তব্য বিহীন এখানে।

এত খোঁজাখুঁজি এত বোঝাবুঝি
আদৌ কি প্রয়োজন।
ছোটার তাগিদে হারাচ্ছি আমরা
ভালোবাসার প্রিয়জন।

ছোট ছোট আশা ছোট ছোট খুনসুটি
ছিটকে যাচ্ছে দুরন্ত ছোটায়।
কার আগে কে যাবে, কত পকেট ভরবে
জীবনটা হারাচ্ছে সেথায়।

ছুট নাকো আর, যা আছে তোমার,
তাকেই জড়িয়ে বাঁচো।
এই পৃথিবীতে কত শত প্রাণ আছে,
মরেনি কেউ, একবার সোঁচো।

জীবনের সাধ শুধু ছোটা ছুটি নয়,
আনন্দকে সাথে করে নাও।
এক পৃথিবী প্রত্যাশার নেশা ভুলে,
জীবনের গাড়িটা থামাও।

1 thought on “প্রিয়জনকে ভুল না – রাজা চক্রবর্তী”

মন্তব্য করুন