Skip to content

প্রাণের কৃষ্ণচূড়ায় রঙ ধরেছে — রমেন মজুমদার

প্রাণের কৃষ্ণচূড়ায় রঙ ধরেছে
কবি- রমেন মজুমদার
তারিখ-২৯/০৮/২৩

কোথা প্রেম তুমি রবে,রঙ দাও প্রাণে;
লইব যতনে পরে কণ্ঠেতে আমার;-
তব রূপ হেরি আমি ডালে ফুঁটে যবে
শ্যাম-চূড়া তব শিরে লইবে যতনে।।

কোন কালে বসুমতি লয়েছে কুন্তলে,
উদাস বসন্তে রাখি হেরিলে আমারে;
লইনু ছিঁড়িয়া যবে আপনার হাতে…
অশ্রুবারি ফেলে ধরা সৌন্দর্য মোহিতে।।

হেন পুষ্প মানবের সৃষ্টির মাধ্যমে
জাগাইলে প্রেমারতি নারীরূপ সনে;
কি রাগ অনুরাগ! কি সেই গর্ব করি,
উজ্জ্বল মণি সে,মোহে;লই শিরে পরি।।

হেন তৃষ্ণা কৃষ্ণচূড়ে বসন্ত প্রেমের,
দান প্রভা প্রাণে সঁপে ধরণী মানুষে;
কেন রে লইবে ধরা নিজ রত্ন ভেবে !
এ’যেন নারীর মোহে; প্রেম বরিষণে।।

ফুঁটিল বৃক্ষের পরে কত যাত্রী দেখে,
পথভ্রষ্ট পথিকের মোহ দিক পলে…
এ’যে মুক্তা ফল;মুক্ত,-পথে মণি শিরে; –
বারি বরিষণে আঁখি! সৌন্দর্য নারীতে।।

শিশিরের ছলে বারি ফেলে নারী দলে,
লাল কৃষ্ণচূড়া লবে;কণ্ঠ রাখে মেলে;
কামিনী পরিলে শোভে,কণ্ঠেতে তাহার;-
ধরণী দিয়েছে মোরে দেখ উপহার।।

লয়ে কৃষ্ণচূড়ামণি, সৌন্দর্য বাহারে,
প্রেম ডালি মেলে দেখ পৌরুষ আহারে!
পাইলি কুসুমে সিক্ত; ও রে নারী কুলে;
তাই প্রেম নিবেদিত সেমতি তাহারে ।।

যেমতি স্বপনে ভাবি কৃষ্ণচূড়া লয়ে;
এ’রত্নে কুসুমে হেরি প্রেম বারি হয়ে,
সপেছি প্রাণ এ’ আমি,যত নারী কুলে…
ধরণী ভাবিল সত্যি রাখি কোন ছলে।।

রচিল রমেন বসে কল্পনা কৌশলে,
শ্যামকৃষ্ণ রাধে হেরি নয়নের জলে;
কোনকালে বৃন্দাবনে সাজিল গৌরবে?
কদম্বের শিরে বসি বাজে বাঁশি ছলে।।

রে কৃষ্ণচূড়া তুই ! আজ কি ধরণীর ?
নারীকুলে হেরি প্রাণ সুকণ্ঠে সমীর;
ধাইল গন্ধে ভাসি জুড়িয়া পৃথিবী …
স্মরণে বরণে লই, মোহিতে অধীর।।

যেমতি স্বপনে তোরে ডাকি মোহে দূরে ;
সেমতি লালবর্ণে আঁকি; ভালে সিঁদুরে!
মোর কৃষ্ণচূড়া ফুল পড়াব প্রিয়ারে…
তাই বসে বৃক্ষ তলে, কাটাই প্রহরে।।

ধরেছে রঙের ডালি, কৃষ্ণচূড়া ফুলে;
তব প্রেম ভিক্ষ মাগী নয়নের জলে;-
দাও হে বসুধা তুমি,–তুলি ফুল দলে…
শোভি প্রেম মোহে আজি যৌবনের কুলে।।
—শিখা মন্দির, হরিদেবপুর।

মন্তব্য করুন