Skip to content

প্রাণের কবি সবার প্রাণে – মোঃ রুহুল আমিন গাজী

দুখু মিয়ার দুখের কথা
আমারা সবে জানি ,
দুখের মধ্যে জীবন ছিলো।
তার সর্ব ……..খানি।

রুটির দোকানে কর্ম!
কষ্ট করে যেতো,
পায়নি মনে সুখের দেখা
কোন দিনই সেতো।

লেটোর দলে গানের সাথে
প্রভুর গান লেখে।
দারোগার কাড়লো নজর
লেখা পড়া …….শেখে।

মসজিদের মুয়াজ্জিন
শুরু টা ….. ছিলো।
প্রাপ্ত বয়ষে সৈনিক পদে।
নিজ কে ……গড়লো।

দুখু মিয়ার লাগেনা ভালো।
লেখে মনের কথা ।
আপন জ্ঞানে লেখে সবে।
পেলো…ঐশ্বর্যযথা।

প্রভুর কথা লিখলো শতো।
জ্ঞানী গুণী যতো।
গবেষণায় আছে লেখা নিয়ে।
তত্ত্বান্বেষণ……রতো।

প্রাণের কবি সবার প্রাণে।
আছে যেনো মিশে।
থাকবে কবি ধরার বুকে।
পেলাম……ভাগ্যবশে॥

মন্তব্য করুন