Skip to content

প্রলয়ের আভাস – মোঃ রুহুল আমিন

তুফান আসবে ঝটকা বেগে
ধ্বংস হবে সবি,
উঠবে নাতো ওই দিগন্তে
আলো ছটা রবি।

নামছে ধরায় গহীন আঁধার
বৃষ্টির প্রপাত হবে,
কবর যেনো সব জীবনের 
প্রোথিত লাশ সবে।

ঝড়ো হাওয়া বাষ্প মাতাল 
রবে ঘূর্ণির পাকে,
হও হুঁশিয়ার… প্রভাত কিরণ
যদি আযান হাকে।

প্রভাত কিরণ শোভন আবেগ 
উদ্ধেক নিয়ে আসে,
ঝড়ো হাওয়া  বিলীন প্রপাত 
যেন ধ্বংস নাশে।

অন্তিম সময় আলোর দেখা
আঁধার সীমা ছুঁয়ে,
প্রলয়ের ওই আভাস আসলে 
ক্যামনে নেবে ধুয়ে!

হৃদয় মাঝে পুঞ্জীভূত ভয় 
বর্ষার বিপুল বানে,
গর্জন মুখর ক্রন্দনধ্বনি
আসবে ভেসে কানে।

1 thought on “প্রলয়ের আভাস – মোঃ রুহুল আমিন”

মন্তব্য করুন