Skip to content

প্রত্যাখ্যানের দিনলিপি – সৈয়দ আশিকুল ইসলাম

তবু তুমি চলে গেলে,
বিশ্বাসের বকুল ঝরে গেলো।
তুমি চলে গেলে।
ভালোবাসা নিয়ে যতো ব্যাকুলতা অন্ধকারে পথ হারালো,
তুমি চলে গেলে।
এই নষ্ট প্রহর, ভগ্ন হৃদয় নিয়ে আমি আছি
এই ঘোর অন্ধকার, জীর্ণশীর্ণ জীবন নিয়ে বসে আছি মৃত্যুর দুয়ারে।
আছি প্রতীক্ষায়,
গোলাপের প্রত্যাশায় কাঁটার আঘাত খেয়ে,
পথ হারানো নাবিকের অসহায়ত্ব নিয়ে।
এই ভগ্ন সময়, এই ঘোর কুয়াশা জানি কেটে যাবে একদিন,
জানি আলোতে ফিরে এসে একদিন তুমি জাপটে ধরবে এই অন্ধকার সময়,
এপাশ-ওপাশ তাকাবে, স্মৃতির দরোজায় সজোরে হানবে আঘাত,
প্রত্যাশার সুবর্ণ সুসময় তোমাকে প্রত্যাখ্যান করবে,
অবহেলার অভিমানে তোমারই অনুরাগ পোড়াবে তোমায়,
একদিন বোধেরা এসে তোমায় জানিয়ে দেবে ঠিক,
একজোড়া সজল চোখ, একরাশ নিরেট প্রেম তোমার দরোজা থেকে ফিরে গেছে অভিমানে।

মন্তব্য করুন