Skip to content

প্রতীক্ষা >>>নিরো/শ্রী নীরদ

ও সুজন মাঝি রে…

পথ চেয়ে তোর বসে আছি
কখন ফেলবি নোঙর কাছি
যাত্রী আমি পারঘাটাতে একা।
পারানি মাধুকরীর ঝুলি ফাঁকা
তাইতো তোরে ডাকি যাচি যাচি
তুই তুললে নায়ে তবেই বাঁচি।

সুজন মাঝি ওরে…

কত বার যে যাওয়া আসা
চেনা পথেও অচিনে ভাসা
সিধা হলেও লাগছে আজি বাঁকা।
ভর্তি করি মুটে ঝাঁকা
কত রঙ্গ রঙ তামাশা
ভুলে থাকি কান্না হাসি ঠাসা।

বলি সুজন মাঝি ওরে…

আজকে জীবন প্রান্তে পড়ে
নজর করি পিছন পাড়ে
খুঁজি মোর সত্যি জীবন সাথী।
আঁধারময় পিছল পথের বাতি।
অনেক দূরে নজর কাড়ে
উজান বায়ে নৌকা সারে সারে।

শুন সুজন মাঝি রে…

কখন ঘাটে মোর লাগবে নাও?
সুজন মাঝি কয় উত্তরে…
যতই তুমি আপন মনে চাও।
ঠিক সময়ে লাগবে পাড়ে লগি।
পূর্ণ আত্মসমর্পণ মাগি…
হাত দুখানি বাড়িয়ে দাও
শান্ত মনে তাঁর চরণ তলে ঝাঁপাও।।
============================

মন্তব্য করুন