Skip to content

প্রতিশোধ

ঘুম ঘুম চোখ বেড টি তখন
আচমকাই দাঁত বসাল প্রেমিক ঠোটে
হাতও তেমন নীল আঁচলে
ছুড়ল হোলির বেখাপ্পা রঙ !
তেরছা নজর ,আমার কি দোষ
বয়েই গেল ঠোসকা পরা
এ ঠোট এখন প্লেটের দোসর !
জুড়িয়ে দিল এক চুমুতেই
অভ্যেসের এই ভালোবাসার!
তুইও এখন রৌদ্র হবি কাপের মত
ঠোট পোড়াবি, ফোস্কা দিবি —
পড়ছে মনে সেই জন্মে ও-ও তোকে
তুই ওকেও খুন করেছিস,আসবে
বলে শেষ পলাতক,বদলা নিবি
লিকার চায়ে তিতকুটে রং পাত্তি
দিয়ে রং পোড়াবি মন পোড়াবি
কামড়ালে কাপ ভীষণ রকম
শান্তি পাবি উচ্চস্বরে উঠবি হেসে
আচমকাই স্বস্তি পাবি ——- —- !!

মন্তব্য করুন