Skip to content

প্রতিবন্ধী ভগবান

ভগবান তুমি অন্তর্যামী লুকিয়ে কেন থাকো?
ভক্তের মধু খেতে চাও শুধু স্বর্গ দখলে রাখো।
সদা দীন জনে তোমারী চরণে অশ্রু ধারায় ভাসে,
টলে নাহি কভু পাথরের প্রভু কৃপা নাহি পায় দাসে।
পান্ডা পুরুতে নাহি দেয় যেতে বেধেছে চতুর্ভূজে,
কত কাল আর হইয়া অসার থাকিবে চক্ষু বুজে।
তব ত্রিলোচন হয়েছে অচল দেখিতে পাওনা আগে;
চোখের ডাক্তার তোমরাও দরকার চশমা যদি লাগে।
হাজার শত নিয়ম যত কলির জীবের প্রতি,
কল্পনায় ভাসা ঘোর সর্বনাশা জন্ম দিয়েছে মূর্তি।

মন্তব্য করুন