Skip to content

প্রণয়ের শোকগাঁথা – সৈয়দ আশিকুল ইসলাম

মিথ্যে সবই মিথ্যে
তুমি মিথ্যে, আমি মিথ্যে
নদীর বাঁকা জল, গাছের ফল, চোখের জল।
সব মিথ্যে,
নীল আকাশ, ঝাউয়ের বন
হিজল গাছ, নদীর মাছ,
মিথ্যে।
মিথ্যে ফুল, ফুলের সুবাস
মিথ্যে হৃদয়,
মিথ্যে হৃদয় জুড়ে হৃদয়ের বসবাস।
স্মৃতি মিথ্যে, মিথ্যে আবেগ
মৃত্যু বুকে জড়িয়ে এই বেঁচে থাকা মিথ্যে,
মিথ্যে সময়
মিথ্যে বিশ্বাসের বুকে গোলাপ রেখে সকল প্রণয়।
মিথ্যে!

মন্তব্য করুন