Skip to content

প্রচ্ছদ, রাখি দে

তোমায় নিয়ে লিখতে গেলেই
কলম খুঁড়ে উঠে আসে
শেষ শয্যায় দেওয়া ঝুরো মাটির মতো
মাত্রাহীন কিছু অক্ষর!
কবিতার হাঁটাপথে ঘুরে ঘুরে ফেরে
থ্যাঁতলে যাওয়া কদমতলা, ভালোবাসার মোড়!

এখন তোমায় আঁকব বলেই
চোখের জলে বর্ষার অবগাহন,
ভ্রুকুটিতেই লেগে থাকে
মন্থনজাত যত বিষ,
ম্লান নিয়নে ভাসে মনের প্রচ্ছদ!

মন্তব্য করুন