Skip to content

প্রকৃতির সাথে একদিন

পর্ব – ১ : –
আজ বিকাল হতে না হতেই আমি বাড়ির নিকট একটি পাহাড়ে গিয়ে প্রকৃতির কোলে স্তব্ধ হয়ে বসলাম। কিছুক্ষন বসার পর আমি কিছু শুনতে পেলাম। সে কিসের শব্দ? দেখলাম কিছু পাখি একটি ছোট ঝার থেকে বেরিয়ে একসাথে কোথাও যেন ঘুরে বেড়াচ্ছে। তবুও স্তব্ধ রইলাম। তারপর হঠাৎ আবার কিছু শব্দ আমার কানে আসল। তা আবার কি? আবার দেখলাম অনেকগুলি শশ মিলে একসাথে কোথাও যেন যাচ্ছে। প্রকৃতির সাথে পশু পক্ষির এইরূপ মিল দেখে আমি শান্ত হয়ে আবার চুপ করে বসলাম। সেই সময় দক্ষিণ দিক থেকে প্রচন্ড বাতাস বইতে লাগল। আমি একটি শিমুল গাছের নিচে বসেছিলাম। সেইরকম উদার ও মনোরম পরিবেশে ব্যাকুল হয়ে পড়লাম। আমি সম্পূর্ণ স্তব্ধ হয়ে বসেছিলাম কিন্তু আমার মন একদম শান্ত ছিল না। আমার মন বলে উঠল , দক্ষিণা বাতাসের এমন মনমুগ্ধকর পরিবেশে এসে একটি বৃদ্ধ লোকও যদি মৃত্যু লাভ করে তবুও যেন ওনার চিরমুক্তি হয়।

মন্তব্য করুন