Skip to content

পৌষের রোদে – রবীন্দ্রনাথ দাস।

পৌষের রোদে ভিজিয়ে মন
গাঁথতে থাকি নকশিকাঁথা,
মনের মাঝে খেলতে থাকে
স্মৃতির পাতার গল্প গাথা।

হারায় আমার মনটা কোথায়
উদাস হয়ে দূর গগনে,
মেঘ কে তখন সঙ্গী করে
সৃষ্টি গড়ে মোর মননে।

কুহেলিকার চাদর গায়ে
সূর্য যখন মনে ধরে,
শিশির ভেজা ঘাসের ডগায়
মুক্ত তখন ঝরে পড়ে।

হিমেল হাওয়ায় স্নিগ্ধ রোদে
গাঁয়ের বধূ পুকুর ঘাটে,
হাঁসের সারি মাঝ পুকুরে
মনের সুখে সাঁতার কাটে।

কাঁথা আমার হয়নি গাঁথা
পড়ে আছে আপন মনে,
সৃষ্টি সুখের খেলায় মেতে
ভুলতে থাকি প্রতি ক্ষণে।

মন্তব্য করুন