Skip to content

পিপাসিত প্রেম | বাবুল হাওলাদার

কোন একটা মূহুর্তে কেমন বদলে গেলাম
বদলে গেলো আমার জীবন,
মনের একটা আনন্দিত প্রাণ পেতে
কেমন উৎসুক, কেমন যেন লাজুক হলো মন ।

নিঝুম নিরালায় থাকতে ইচ্ছে জাগে ইচ্ছে জাগে
কল্পিত রমনীকে কিছু বলতে,
ইচ্ছে করে শূন্য সীমান্তের পথে দু’জনে
মহানন্দে পথ চলতে।

কেমন আকস্মিকভাবেই যেন ভালো লেগেছে
ভালোবেসেছি কখন বুঝতেই পারলাম না,
এক পিপাসিত প্রেম এসে ভর করেছে
কিন্তু কোনোভাবেই পিপাসা মিটছে না।

বারবার বলতে ইচ্ছে করে, বিশ্বাস করো…..
আমি তোমাকে অসম্ভব ভালোবাসি,
অধীর অপেক্ষায় থাকি শুধু দেখতে
তোমার মায়াবী মুখের হাসি।

আমি প্রকৃতি দেখতে ভুলে গিয়েছি
ভুলে গিয়েছি দেখতে জোৎস্না রাতে চাঁদের হাসি,
তোমায় দেখার পর ভুলে গিয়েছি
দেখতে পৃথিবীর সৌন্দর্য যত রাশি রাশি।

তিনটি শব্দে গড়া একটি গোছানো বাক্য
বলবো বলবো ভেবে কেটে গেলো ক’টি বছর,
নিভু নিভু প্রদীপ নিভে রজনী পোহালো
উঠলো সূর্য, হলো নতুন ভোর !

মন্তব্য করুন