Skip to content

মুক্তি মুক্তি বলে, কেন কর হা-হুতাশ,
মু্ক্তি তো পাবে না ,বৃথা যে মুক্তির আশ !
গার্মেন্টস কন্যা প্রবাসী ভাই কৃষকের রক্ত ঝরা ঘাম
এই দেশে নাই কোন দাম !
রাজ্যপতি মরু মাঝে খোঁজে বেড়ায় জল,
পিপাসা তো মেটেনা,রাষ্ট্র যন্ত্র করে ছল।
দিন মুজুর এ বঙ্গ বুকে হিসাবহীন প্রাণ,
দুর্ণীতিবাজ লুটেরা লুটে পুটে যায় এ উদ্যান।
কত রেমিটেন্স, কত রক্ত ঘাম বয়ে চলে
আর ওরা কেড়ে নেয় ছলে বলে কৌশলে।
বাংলার অবহেলিত কৃষক, গার্মেন্টস কন্যা
প্রবাসীর উথরোল ব্যদনার কান্না
এই স্বাধীন বাংলার সোনালী সূর্য্ !
অর্থনৈতিক চাকার দুর্বার দুরন্ত বীর্য্ ।
মুক্তি মুক্তি বলে চিৎকার করো নিরবদি
অথচ মুক্তিতো ঘরেই-
ওইসব দুর্ণীতিবাজদের ত্যাগ করো যদি।
রাজ্যপতি মরু মাঝে খোঁজে বেড়ায় জল,
পিপাসা তো মেটেনা,রাষ্ট্র যন্ত্র করে ছল।
—————————————

মন্তব্য করুন