Skip to content

পাষাণ মানুষ – ইন্দ্র চন্দ্র নীল

অভিযোগ গুলা ক্যেরেই বা কমু !!
আইজ আমার সত্যিই কি পরিস্থিতি।
কোথায় আইসা থামলাম।!
অচেনা!
অচেনা পুরো পৃথিবী টাই আমার কাছে।
বিবেকের কাছে দুই চাইরটা প্রশ্ন ওঠে,,,

আমারে কেন চাইলা না?

আমারে তোমার জীবনে চাইলে কি,
খুব বেশি ক্ষতি হইতো?

আমারে লইয়া আশা দেখলা না কেন?

আমার জীবনে তুমি আশার আলো,
হইয়া আইলে কি তোমার খুব ক্ষতি হইতো?

তুমি এমন কইরা পর হইয়া গেলা কেন?

একটুখানি আপন থাকতে পারলা না?
একটুখানি আপন!

আমি ওই নিয়াই থাকতাম।
আমি তো কবেই কইছিলাম আমার নাম টা না হয় দ্বিতীয়তেই থাকবে।
আমার তাতেও অভিযোগ থাকবে না।

শুধু তুমি আমার কাছে থাকবে।
এই তো এইটুকু চাওয়া ছিলো আমার!!

মন কয় তোমার কাছেই যাই,
তোমারে একটা বার ছুঁইয়া দেখি।

তোমায় দেখতে দেখতে হারাইয়া যাই
তোমার গভীরতায়।
কেউ ডাকবে না। আমি খুব শান্তি পাইতাম তবে।
স্বার্থক হইতো স্বপ্ন গুলো,,,

কিন্তু,, আজ বিবেক কইয়া ওঠে ,,,,,

পাষাণের কাছে যাইতে নাই,

দূরেই ভালো আছি হয়তো…

পাষাণ মানুষ দূর থাইকাই সুন্দর।

মন্তব্য করুন