Skip to content

পাবনা বনাম রাঁচি —- জামাল ভড়

পাবনা ও রাঁচিতে বেধে গেছে লড়াই
দুজনেই করে দ্যাখো নিজের বড়াই ।
পাবনা বলে রাঁচি তোরা দেখি ছাগল
উত্তরে বলে রাঁচি , তোরা সব পাগল ।
রাঁচিতে মারপিট আছে কিছু দলাদলি
হাতে হাতে মিলে পাবনায় গলাগলি ।
উন্মাদ উভয়েই , করে কাদা ছোড়াছুড়ি
কেউ যদি ঢিল ছোড়ে কেউ ছোড়ে নুড়ি ।
রাঁচিদের দল ভারি , গায়ে জোর বেশি
পাবনারা দুর্বল তবু ফোলায় তারা পেশী ।

মন্তব্য করুন