Skip to content

পাগলের মতই ভালোবাসি-মোঃ সেলিম রেজা বাপ্পী

এখনও তোমায় ভালোবাসি
পেরিয়েছে বছর ছয়েক বা তারও বেশি
তোমার সাথে আমার দেখা নেই
নেই সে সময়ের মত চিঠি বা ফোন, এস‌এম‌এস কিংবা অন্য কোন মাধ্যমে যোগাযোগ
অবশিষ্ট রয়েছে শুধু ভালোবাসা
আমি এখনও তোমায় পাগলের মতোই ভালোবাসি।

পাহাড়ের চূড়ার সাথে মেঘের যেমন মিলন হয়
এই পৃথিবীতে যদি সাদা আর কালো, সুন্দর আর অসুন্দর, ধনী বা দরিদ্রের পার্থক্য না থাকতো
দুটো পরিবারের মধ্যে যদি শর্ত আর স্বার্থ না থাকতো
দুটো মানুষের মধ্যে যদি সমাজ নামক ব্যারিকেড না থাকতো
তবে হয়ত আমাদের তেমনই মিলন‌ হতো যেমন মিলন হয় রাতের সাথে চাঁদের।

তোমার কি কখনও মনে পরে আমায়?
আমার কথা ভেবে কখনও কি তোমার মন খারাপ হয়?
হঠাৎ করেই তুমি কি কাঁদো বা হাসো আমার শুন্যতায়?
তোমার কল্পনায় আমি কি এখনও বিরাজ করি?
খুব জানতে ইচ্ছে হয় তুমি কি এখনও চিঠি লিখে ছিঁড়ে ফেল বা মেসেজ টাইপ করে মুছে দাও কি না।

তোমাকে খুব বেশি মনে পড়ে
যখন মোবাইলে তোমার কলের শব্দ ছাড়াই ঘুম থেকে উঠি,
বা যখন ঘুমাতে যাই এলার্ম সেট করে।
মিস করি সারাদিনের অগোছালো সব কাজ কর্মের ভিড়ে বা যখন একলা থাকি।
প্রচন্ড মনে পরে যখন পুরনো স্মৃতিগুলো আমার সময়গুলোকে গিলে খায় হাভাতের মত।
মাঝে মাঝে ঘুমের মধ্যেই কেঁদে বালিশ ভেজাই বা অট্টহাসি দিয়ে লজ্জা পাই।
তোমার ও কি এমন হয়?
নাকি তুমি মানিয়ে নিয়েছ সময়ের সাথে সাথে
আমি কিন্তু এখনও তোমায় পাগলের মতোই ভালোবাসি।

জানি আমার মত তুমিও একা, কাউকে আপন করোনি আমার পরে
হয়ত ফিরে পাবার আকাঙ্ক্ষা তোমার মধ্যেও রয়েছে।
নয়ত পাবার আশাটা সারাজীবনের জন্য তোমার মন থেকে ছুঁড়ে ফেলে একাকিত্বটাকে বরণ করে নিয়েছ।
আমি অবশ্য তোমার মত এত বোকা ন‌ই, এখনও তোমাকে পাবার পুরনো সেই একগুঁয়েমি রয়েই গেছে।
আমি জানি এবং বিশ্বাস করি তুমি আসবেই হয় এপারে আর না হয় ওপার। আমি এখনও অপেক্ষায় আছি
তুমি ফিরবেই
কারন আমি এখনও তোমায় পাগলের মতোই ভালোবাসি।

ধিক্কার জানাই
বাস্তবতার দোহাই দিয়ে আলাদা করার মানসিকতা যারা অন্তরে ধারণ করে,
যারা ভেদাভেদ তৈরি করে সাদা কালো, ধনী গরীব,সুন্দর আর অসুন্দরের,
যারা শর্ত আর স্বার্থের বেড়াজালে পিষ্ঠ করে এক হবার বাসনা
সমাজ নামক নোংরা সংস্কৃতি দিয়ে যারা সম্পর্ক নষ্ট করার খেলায় মত্ত
মেনে নেবার মত মানসিকতা যারা অন্তরে পোষন করে না
হোক সে আমার বা আমাদের‌ই কেউ‌
ধিক্কার জানাই

আমার ভালোবাসায় তো কোন কমতি ছিল না,
সবটুকু উজাড় করেই তো ভালোবেসেছি
তবে আমার সাথেই কেন

আমি তো ভালোবেসেছি
পাগলের মত ভালোবেসেছি

মন্তব্য করুন