Skip to content

পাখির সাথে খেলা – শুভদীপ চক্রবর্তী

পাখির সাথে খেলবো বলে
যেই ধরেছি বায়না
মা ওমনি রেগে বলেন,
‘এসব কথা আর না’।

হরেক রকম পাখি আসে
বাড়ির কাছে বিলে
মনটা আমার খেলতে ডাকে
পাখির সাথে মিলে।

আমায় কেন আটকে রাখো
বাড়ির এই কোনটায়!
ও মা, কেন দাওনা যেতে
পাখি ঘেরা বিলটায়?

সেথায় দোয়েল, ফিঙ্গে ডাকে
ময়না করে গান
তাদের সুরে গাইবো আমি
ভরবে মন-প্রাণ!

ও মা, তুমি দাওনা যেতে
আর রেখোনা বেঁধে
ওদের জন্য একটুখানি
খাবার দিও রেঁধে।

দূর হতে মা-গো তুমি
দেখো আমার খেলা,
তুমি বুঝি চাওনা খুকুর
কাটুক খুশির বেলা?
……….

মন্তব্য করুন