Skip to content

পাইকারী

সমস্যা নেই,
স্মৃতির ক্ষত জ্যোৎস্নায় ধৌত করা হয়েছে।
আরো কিছু আঘাত জমা করে রাখো
আসছে পূর্ণিমায় সেগুলো তুমি বিসর্জন দেবে
চিরহরিতের সমারোহে।

এই বিষন্নতা, এই বিষন্ন সংলাপ,
সকলই ম্লান হবে চিরতরে- যে রাতে পাবো নির্বান
তোমার বিদ্রোহী সত্বার কাছে প্রশ্ন
কিংবা কোন অভিযোগ রেখে যেতে চাইনা
দীর্ঘায়ু হও, বেড়ে ওঠো।

আমি হারতে হারতে ক্লান্ত
আমি জরায় জীর্ণ হয়ে শুয়ে থাকি
প্রশস্ত আকাশ, প্রগাড় নীল, সংবিগ্ন আলোকছটা
আমাকে আর প্রশান্তি দেয়না
তুমি ছাড়া- এ ব্যমো সারবেনা।

মরে গেলে, সব কিছুই ছোবে আকাশ
সিলিংয়ের ধারে ঝুলে থাকা মাকড়সা
যে জাল বুনেছে অনন্তকাল ধরে, তার
মলিন ছায়ার ঢেকে দেয়া হোক সকল
ফাগুনের বিস্ফোরণ। 

মন্তব্য করুন